ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ১০:৫৫ এএম


loading/img

আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন শেষে আজ (মঙ্গলবার) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করবেন শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) দিনগত রাত দেড়টার দিকে দেশে পৌঁছার কথা রয়েছে।

সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান(এআইএ)সামিটে যোগ দিতে গেলো ২০ মে চার দিনের সরকারি সফরে সৌদি আরব যান শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সৌদি আরবে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখেন।

এ সফরে তিনি মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর রওজাহ মোবারক জিয়ার ও পবিত্র মক্কায় ওমরাহ পালন করেন। এসময় তিনি দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সফরের দ্বিতীয় দিন ‘আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে’ অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি ও অর্থায়ন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
Advertisement

একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও  তুলে ধরেন  প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনের সাইড লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমালি রাহমোনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

আরকে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |